Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
বাঁশখালী ঋষিধাম কুম্ভমেলা
কিভাবে যাওয়া যায়

চট্টগ্রাম শহর থেকে যে কোন বাহনযোগে ৪০ কি:মি দক্ষিণে  রামদাস মুন্সির হাট সংলগ্ন এলাকায় নেমে পায়ে হেটেই যাওয়া যায়।

যোগাযোগ

চট্টগ্রাম শহর থেকে যে কোন বাহনযোগে ৪০ কি:মি দক্ষিণে  রামদাস মুন্সির হাট সংলগ্ন এলাকায় নেমে পায়ে হেটেই যাওয়া যায়।

বিস্তারিত

বাঁশখালী ঋষিধাম: বাঁশখালী ঋষিধাম বহুযুগ পুর্বে প্রতিষ্ঠালাভ করে। মোহন্ত  শ্রীমৎ অদ্বৈতানন্দ পুরী মহারাজ ১৯৫৭ সাল থেকে  কুম্ভমেলার প্রবর্তন করেছিলেন। বাঁশখালী  ঋষিধামে ৩ বছর পর পর অনুষ্টিত হয় কুম্ভমেলা। এতে দেশ-বিদেশের  বিভিন্ন প্রান্ত থেকে ভক্ত ও সন্ন্যাসীরা ভিড় করেন। কুম্ভমেলাকে কেন্দ্র করে আশপাশের গ্রামেও উৎসবের আবহ তৈরি হয়। হিন্দু পুরাণ অনুযায়ী ভারতের চারটি স্থানে কুম্ভমেলা হয়। এগুলো হলো হরিদ্বার, প্রয়াগ, নাসিক ও উজ্জয়িনী। তিন বছর পর চক্রাকারে চারটি স্থানে কুম্ভমেলা বসে। সে হিসাবে একেকটি স্থানে ১২ বছর পরপর এই মেলা ঘুরে আসে। বাংলাদেশে একমাত্র ঋষিধামেই ৩ বছর পরপর এই মেলার আয়োজন হয়। প্রতিবারই ভারতসহ দেশের বিভিন্ন স্থান থেকে শতাধিক সন্ন্যাসী আসেন। এটি এক মহা মিলনমেলা।

কিভাবে যাওয়া যায়: চট্টগ্রাম শহর থেকে যে কোন বাহনযোগে ৪০ কি:মি দক্ষিণে  রামদাস মুন্সির হাট সংলগ্ন এলাকায় নেমে পায়ে হেটেই যাওয়া যায়।